
CUET: পরীক্ষায় বসতে আবেদন শুরু ২ এপ্রিল থেকে, জানুন বিস্তারিত
দ্য ওয়াল ব্যুরো: দ্বাদশ শ্রেণির পর এবার নম্বরের ভিত্তিতে ভর্তি নয়, একটি কমন প্রবেশিকা পরীক্ষার (CUET) মাধ্যমে কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মিলবে। একথা আগেই ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। কবে থেকে এই পরীক্ষায় বসার জন্য আবেদন করা যাবে এবার তা জানিয়ে দেওয়া হল।
(CUET) কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু?
আগামী ২ এপ্রিল থেকে আবেদন করা যাবে এই পরীক্ষার জন্য। আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল। এনটিএ পরীক্ষার্থীদের উদ্দেশে জানিয়েছে যে, তারা যে বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে ইচ্ছুক সেইসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে কোর্সের বিস্তারিত তথ্য সংগ্ৰহ করে সেই মানদণ্ডের ভিত্তিতে তাঁরা সিইউইটি-এ অফিসিয়াল ওয়েবসাইট www.cuet.samarth.ac তে গিয়ে আবেদন করতে পারবেন।
(CUET) কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে?
CUET পরীক্ষার জন্য নতুন করে কোনও সিলেবাস তৈরি করেনি UGC। দ্বাদশ শ্রেণির সিলেবাসের উপর ভিত্তি করেই এই পরীক্ষা নেওয়া হবে। প্রবেশিকা পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। মাল্টিপিল চয়েজ বেসড কোয়েশ্চেন (MCQ) থাকবে। দক্ষতা মূল্যায়ন পরীক্ষা একটি লিখিত পরীক্ষা, কমিউনিকেশন স্কিল পরীক্ষা এবং লজিক্যাল রিজনিং নিয়ে গঠিত। কোর্স অনুযায়ী পরীক্ষার ধরন ভিন্ন হবে।
দুটি সেকশনে পরীক্ষা হবে। প্রথম সেকশন সকলের জন্য বাধ্যতামূলক। এখানে ৫০টি প্রশ্নের মধ্যে ৪০টি উত্তর দিতে হবে। তবে দ্বিতীয় সেকশনে ঐশ্চিক বিষয় যেমন ফরাসি, আরবি, চাইনিজ, জানানিজ সহ মোট ১৯টি ভাষার ওপর পরীক্ষা নেওয়া হবে।
এছাড়াও কোর বিষয়ের ওপর অর্থাৎ যেটাতে স্নাতক করেছে না করতে ইচ্ছুক পড়ুয়ারা সেই বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও সাধারণ জ্ঞানের ওপরও পরীক্ষা নেওয়া হবে।
সুখবর! কাল থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা, বাড়ল সময়ও! জেনে নিন বিস্তারিত