Latest News

টিকা কেন্দ্রে ভিড় নয়, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন টিকাকরণ সেন্টারে বিশৃঙ্খলার ছবি গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। এই পরিস্থিতি এড়াতে এবার জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন। ভ্যাকসিন সেন্টারে যাতে বেশি ভিড় না হয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে নবান্নে ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে বৈঠক হয়। সেখানেই জেলাশাসকদের বার্তা দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি জানিয়েছেন, অকারণে টিকাকরণ কেন্দ্রগুলিতে ভিড় করা যাবে না। কোনওভাবেই বেশি সংখ্যক মানুষকে টিকা নিতে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। কেন্দ্রগুলিতে যত সংখ্যক টিকা মজুত আছে, তত সংখ্যক লোককেই ডাকতে হবে। বাড়তি জমায়েত যাতে না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

টিকাকরণ কেন্দ্রগুলিতে ভিড় মোকাবিলায় ধৈর্য ধরে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে টিকাকরণ কেন্দ্রগুলিতে দেখা যাচ্ছে জনতার লম্বা লাইন। অনেক ক্ষেত্রেই রাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন মানুষ। তবু সকালে ভ্যাকসিন মিলছে না। এ নিয়ে একাধিক কেন্দ্রে জনগণের অসন্তোষের ছবিও দেখা গেছে। এমনকি, দিন কয়েক আগে অশোকনগরের টিকাকেন্দ্রে ভ্যাকসিন নিতে এসে পুলিশের লাঠির বাড়িও খেতে হয়েছে টিকাপ্রার্থীদের। বলা বাহুল্য, তা নবান্নকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে। সেই কারণেই এই নির্দেশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি যাতে আর তৈরি না হয় তাই নিয়ন্ত্রণ আনতে চাইছে সরকার।

You might also like