
দ্য ওয়াল ব্যুরো: শব্দ দূষণের দৌরাত্ম্যে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। দেশের সব বড় শহরেই এই অভিযোগে সরগরম। বাদ নেই বাংলাও। এবার এই শব্দ দূষণ ঠেকাতে রাজ্য সরকারের ব্যর্থতার কথা জানাল গ্রিন ট্রাইবুনাল।
জাতীয় পরিবেশ আদালতে প্ৰশ্ন ওঠে, ‘অন্য রাজ্যে শব্দ দূষণ ঠেকানো সম্ভব হলে, বাংলায় কেন হবে না?’ শব্দ দূষণ নিয়ে এক মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, ‘শব্দ দূষণ রোধ করতে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে?
পাশাপাশি বলা হয় যে, শুধু বিজ্ঞপ্তি ও কমিটি গঠন করেই শব্দ দূষণ রোধ করা যাবে না। তার জন্য পর্যাপ্ত পদক্ষেপের প্রয়োজন। এমনকি শব্দ দূষণ ও শব্দ মাত্রা নিয়ে রাজ্যের কাছে রিপোর্টও তলব করেছে আদালত। ২৩ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে এই রিপোর্ট। এখানে জানতে চাওয়া হয়েছে যে, সাইলেন্স জোন সহ কলকাতায় শব্দ মাত্রা কত?
মাইক ও গাড়ির হর্ণের শব্দ নিয়ন্ত্রণ করতে হবে বলে ২০২০ সালে নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত। কিন্তু বাস্তবে তা কী অবস্থা? সেই নিয়েই মামলা করেন পরিবেশবিদ সুভাষ দত্ত।