Latest News

মার্কিন মডেলের আনা অভিযোগ ভিত্তিহীন! ধর্ষণ মামলা থেকে ‘সম্পূর্ণ’ রেহাই পেলেন রোনাল্ডো

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বিরুদ্ধে ধর্ষণের (Rape Case) অভিযোগ এনেছিলেন এক মার্কিন মডেল। চার বছর পর সেই অভিযোগ থেকে নিস্তার পেলেন সিআর সেভেন। আদালত এদিন জানিয়ে দেয়, এই অভিযোগ ভিত্তিহীন। এমনকি ওই মডেল যাতে ভবিষ্যতে রোনাল্ডোর বিরুদ্ধে এহেন কোন অভিযোগ না আনতে পারেন তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত।

চার বছর আগে এই ফুটবল তারকার বিরুদ্ধে মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা (Kathryn Mayorga) আদালতে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। অভিযোগ ছিল, ২০০৯ সালে লস ভেগাসের এক হোটেলে রোনাল্ডো তাঁকে ধর্ষণ করেন। এমনকি মুখ বন্ধের জন্য মোটা টাকাও দিয়েছিলেন নাকি পর্তুগিজ তারকা।

২০১৮ সালে এই মামলা ঘিরে তোলপাড় পড়ে যায় বিশ্ব ফুটবল দুনিয়ায়। যদিও এই অভিযোগ প্রথম থেকে অস্বীকার করেন রোনাল্ডো। জানান, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। সিদ্ধান্ত নেন, আইনি পথে লড়াই করবেন তিনি। এমনকি ওই মডেলের ক্ষতিপূরণের দাবিও মেনে নেননি তিনি।

এতদিন এই মামলা চলছিল লস ভেগাসের এক আদালতে। এদিন সেই মামলার শুনানিতেই বিচারপতি রোনাল্ডোকে এই মামলা থেকে সম্পূর্ণ নিষ্কৃতি দেন। জানান, ক্যাথরিনের আনা অভিযোগ ভিত্তিহীন। কোনও তথ্য প্রমাণ নেই। শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে এই মামলায় ফেররোনাল্ডোকে জড়াতে না পারেন ওই মডেল তাও নিশ্চিত করার নির্দেশ দেয় আদালত।

শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় ব্লেড চালিয়ে দিল দুষ্কৃতীরা! মহিলার মুখে ১১৮টা সেলাই

You might also like