
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সিপিএমের (CPM) তরুণ নেতা শতরূপ ঘোষের জবাব চাওয়া হল। বিধানসভার স্বাধিকাররক্ষা কমিটির তরফে শতরূপকে চিঠি দিয়ে বলা হয়েছে, আগামী ২৪ মের মধ্যে তাঁকে জবাব দিতে হবে।
এই কমিটির মাথায় রয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তিনিই চিঠি দিয়েছেন সিপিএমের (CPM) রাজ্য কমিটির এই নতুন সদস্যকে।
এখন প্রশ্ন হল কী কারণে এই নোটিস দেওয়া হল শতরূপ ঘোষকে?
অভিযোগ, গত বছর একটি টেলিভিশন টক শোয়ে শতরূপ বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন শতরূপ। বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটির কাছে শতরূপের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বিধানসভায় তৃণমূলের উপমুখ্যসচেতক তথা বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর অভিযোগের ভিত্তিতেই শতরূপের ওই মন্তব্য খতিয়ে দেখে তাঁকে চিঠি দেয় বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটি।
আরও পড়ুন- নবম-দশমে শিক্ষক: ১০ দিনে মেধাতালিকা, নিয়োগ স্থগিত ১৭ জুন পর্যন্ত
তবে এ ব্যাপারে সিপিএম নেতা শতরূপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁকে দ্য ওয়াল-এর তরফে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। পরে প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে আপডেট করা হবে।