
দ্য ওয়াল ব্যুরো: পার্টি কংগ্রেস চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হলেন কেরলের (Kerala) প্রবীণ সিপিএম (CPM) নেত্রী এমসি জোসেফিন। শনিবার রাতে তাঁকে কান্নুরের (Kannur) একেজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমসি জোসেফিন কেরলের মহিলা কমিশনের চেয়ারপার্সন ছিলেন। সিপিএম সূত্রে খবর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি।
আরও পড়ুন: মুসলিম বহুল জেলায় হিন্দুদের সংখ্যালঘু তকমা, অসমের মুখ্যমন্ত্রীর মতলবটা কী?
সম্মেলন চলাকালীন সিপিএম নেতানেত্রীদের গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা আগেও ঘটেছে। বেশ কয়েক বছর আগে মহিলা সমিতির সর্বভারতীয় সম্মেলন চলাকালীন দিল্লিতে অসুস্থ হয়েছিলেন শ্যামলী গুপ্ত। তাঁকে তড়িঘড়ি কলকাতায় ফিরিয়ে আনা হয়েছিল। শহরের হাসপাতালেই কয়েকদিন পর তাঁর মৃত্যু হয়।
২০০৪ সালে জাঙ্গিপাড়ায় সিপিএমের হুগলি জেলা সম্মেলন চলাকালীন মঞ্চে বসেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাত্ত্বিক নেতা নির্মল মুখোপাধ্যায়। হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছিল।
শনিবার রাতেই এমসি জোসেফিনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেরল রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা।