সিপিএম-কংগ্রেসকে বহু জায়গায় একসঙ্গে দেখা গিয়েছিল বটে, তবে সে ফ্রেমে বিজেপি ছিল না। কিন্তু কলকাতা পুরসভা ভোটের দিন দেখা গেল সেই ছবি। এক ফ্রেমে তেরঙা, লাল আর গেরুয়া ঝান্ডা। ঐতিহাসিক ফ্রেম তৈরি হল উত্তর কলকাতার বড়তলা থানার সামনে। কংগ্রেসের মহিলা কর্মী ভোট সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন আর তাতে গলা মেলাচ্ছেন সিপিএম এবং বিজেপি কর্মীরা। যা দেখে অনেকে বলছেন, মেলালেন দিদি মেলালেন।
বটতলা থানার সামনে বিক্ষোভরত কংগ্রেসের মহিলা কর্মী বলেন, এতেই বোঝা যাচ্ছে কী পরিমাণ ভোট লুঠ আর সন্ত্রাস করছে তৃণমূল। যে কারণে তিনটে ভিন্ন মতাদর্শের দলকে এক জায়গায় এনে বসিয়েছে।
সিপিএম, কংগ্রেস, বিজেপি—তিন দলেরই অভিযোগ, সকাল থেকেই এজেন্ট বস্তে দেয়নি তৃণমূল। বেলা বাড়তে শুরু হয় দেদার ছাপ্পা ভোট। যেখানে ভোটাররা যাচ্ছেন, তাঁদের দাঁড় করিয়ে বোতাম টিপে দিচ্ছে তৃণমূলের লোকজন। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধেও তিন দলের কর্মীরাই নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, পুলিশের চোখের সামনে অবাধে লুঠ করছে তৃণমূল।