
সিপিএম যেন ‘কালিদাস’, ৫২ বছর পর হারাল জামুড়িয়া
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পাঁচ দশকের গড় হারাল সিপিএম!
পশ্চিম বর্ধমানের জেলার জামুড়িয়া বিধানসভা সিপিএমের দুর্ভেদ্য দুর্গ হিসাবে পরিচিত ছিল। পাঁচ দশকে এই বিধানসভা দেখেছে লাল পতাকা উড়ছে পতপত করে। কিন্তু একুশের বিধানসভা ভোট সেই রেকর্ড ভেঙে দিল তৃণমূল। সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে হারিয়ে জিতলেন তৃণমূলের হরেরাম সিং।
শুধু হারা নয়। এই কেন্দ্রে সিপিএমের এই ছাত্রনেত্রী তৃতীয় স্থানে রয়েছেন। তিনি পেয়েছেন ২৩৩১৭ ভোট। তৃণমূল প্রার্থী পেয়েছেন, ৬৭০১৬ এবং বিজেপির প্রাপ্ত ভোট ৫৯৪২৭।
বাম-কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একুশের ভোটে। একজনও বিধায়ক নেই তাঁদের। একমাত্র ভাঙড়ের সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী নৌসাদ সিদ্দিকি জিতেছেন। ওই একজন বাতি জ্বালিয়ে রেখেছেন মোর্চার।
তবে জামুড়িয়া হারার পর অনেকেই বলছেন, সিপিএম যেন কালিদাস! কেন? তাঁদের বক্তব্য, এবার জামুড়িয়ায় প্রার্থী বাছাইয়েই মস্ত বড় ভুল করে ফেলেছেন আলিমুদ্দিন স্ট্রিটের বিজ্ঞরা। কী করেছেন? বিদায়ী বিধায়ক, বিধানসভায় শাসকদলের হাতে ‘আক্রান্ত’ হওয়া বিধায়ক জাহানারা খানকে টিকিট দেননি সূর্য মিশ্ররা। তাঁর জায়গায় দুর্গাপুর থেকে নিয়ে গিয়ে ঐশীকে প্রার্থী করা হয়েছিল জামুড়িয়ায়।
তাঁদের মতে, জাহানারাকে যদি ফের প্রার্থী করা হত, তাহলে ফল অন্যরকম হতে পারত। কারণ ঐশীকে জামুড়িয়ার মানুষ চেনেনই না। শ্রমিক মহল্লায় জাহানারা যতটা কাছের জেএনইউ-এর ছাত্র সংসদের সভানেত্রীকে দূরের করেই রাখল জামুড়িয়া। ইতিহাস গড়ল তৃণমূল।