
দ্য ওয়াল ব্যুরো: দেশে ছোটদের টিকাকরণ শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকে। বড়দিনের ভাষণে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার কাজ চালু করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার থেকে শুরু হচ্ছে ছোটদের টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন।
কোউইন ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে ১৫ থেকে ১৮ বছর বয়সিরা। শুক্রবারই টুইট করে একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ছোটরা আপাতত পাবে কোভ্যাকসিন টিকা। ১ জানুয়ারি থেকে অনলাইনে কোউইন রেজিস্ট্রেশন না করলে ৩ তারিখ থেকে টিকাকরণ কেন্দ্রে গিয়েও ভ্যাকসিন নিতে পারবে ছোটরা। খুব শিগগিরই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্র প্রয়োজন মতো কোভ্যাকসিন পাঠিয়ে দেবে। এই ক্যেটেগরিতে টিকা নিতে পারবেন ২০০৭ সাল বা তার আগে জন্মানো নাগরিকরা।
ছোটদের পাশাপাশি দেশে ৬০ বছরের বেশি বয়স্কদের কোমর্বিডিটি থাকলে প্রিকশনারি ডোজ দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। আগামী ১০ তারিখ থেকে তিন নম্বর টিকা দেওয়া শুরু হবে বয়স্কদের। এই টিকা পাবেন দেশের প্রথম সারির কোভিড যোদ্ধারাও। ৩ তারিখ থেকে প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার ২৮ দিন পরেই পাওয়া যাবে দ্বিতীয় ডোজ।