
দ্য ওয়াল ব্যুরো: গরু নিয়ে রাজনৈতিক চাপানউতোর নতুন কিছু নয়, অন্তত যেদিন থেকে বিজেপি সরকার গো-মাতা নিয়ে নানান প্রচার শুরু করেছে, সেদিন থেকেই এ নিয়ে বিরোধিতাও প্রখর হয়েছে। এবার গোবর নিয়েও রাজনীতি শুরু হল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ফ্লেক্সে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের ভাতারে।
রবিবার ভাতারের আমারুন গ্রামে বিজেপির কার্যালয়ের পাশে জেপি নাড্ডার একটি ফ্লেক্স ছিল। তার উপরে গোবর ছিটিয়ে দেয় কেউ বা কারা। জানাজানি হওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
এই বিষয়ে ভাতারের বিজেপির ৩৪ নম্বর মণ্ডলের সহ-সভাপতি বাপ্পা মুখোপাধ্যায় ভাতার থানায় অভিযোগ জানিয়েছেন। তিনি দাবি করেছেন, রাতের অন্ধকারে তৃণমূলের প্রধান দীপক ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের লোকজন এই কাজ করেছে। অন্যদিকে বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
এই নিয়ে ভাতারের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জুলফিকার আলি বলেন, “তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। গোবর দিয়ে এরকম শুদ্ধিকরণ বিজেপির নেতা-কর্মীরা করে। এটা ওদেরই কোনও রামভক্ত হনুমানের কাজ। নাড্ডাকে না পেয়ে তাঁর ছবিতে গোবর ছড়িয়ে শুদ্ধিকরণ করেছে, বিজেপির কোনও ভক্ত।”
এই বিষয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার বলেন, “তৃণমূল কংগ্রেস এসব রাজনীতি করে না। বিজেপি কর্মীরা এই সব নোংরামি করে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ করছে।”