
দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া এনামুল হক জামিন পেলেন সোমবার। সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে এনামুলের জামিন মঞ্জুর করেছে।
২০২০ সালের নভেম্বরের গোড়ায় দিল্লি থেকে গ্রেফতার করার পর এনামুলকে কলকাতায় এনে তল্লাশি চালানোর পরিকল্পনা ছিল সিবিআইয়ের। কিন্তু ট্রানজিট রিমান্ডের জন্য এনামুলকে আদালতে তোলার পর সিবিআইয়ের সব পরিকল্পনা ভেস্তে গিয়েছিল সেসময়ে। এনামুলের আইনজীবীরা তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন। এর পর এনামুলকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেয় দিল্লির বিশেষ সিবিআই আদালত। তারপর সেই বছর ১১ ডিসেম্বর আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন গরুপাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক।
এনামুলকে নিয়ে বিরোধীদের অভিযোগ কম নেই। একটা সময়ে নিয়ম করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা বলতেন, যাহা এনামুল তাহাই তৃণমূল। এনামুলকে হেফাজতে নেওয়ার পর তাঁর তিন ভাইকেও পাচার চক্রের তদন্তে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এদিন এনামুলকে জামিন দিল শীর্ষ আদালত।