Latest News

কোভিডের টিকা নেবেন? ১৮-ঊর্ধ্বদের নাম রেজিস্ট্রেশন করতে হবে, জানুন নিয়ম

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সুনামির মতো আছড়ে পড়েছে ভারতে। প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ৩ লাখের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আগামী ১ মে থেকে ১৮ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালু হবে। আর তার জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আগামী বুধবার থেকেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে কো-উইন অ্যাপে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন ১৮-ঊর্ধ্ব যে কোনও নাগরিক। কো-উইনের অফিসিয়াল ওয়েবসাইট cowin.gov.in

টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন হবে আরোগ্য সেতু অ্যাপেও। এদিন স্বাস্থ্য মন্ত্রকের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্টার শেয়ার করা হয়েছে। তাতে ১৮-ঊর্ধ্ব নাগরিকের টিকাকরণের দিন এবং রেজিস্ট্রেশনের দিনক্ষণের খুঁটিনাটি বলা হয়েছে। দেশ জুড়ে সকল নাগরিককে করোনা-বিধি মেনে চলার পরামর্শও দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কার্যত নাজেহাল গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা। পরিস্থিতি মোকাবিলার জন্য গত ১৯ এপ্রিল কেন্দ্রের তরফে করোনা টিকাকরণের তৃতীয় পর্যায় শুরুর কথা ঘোষণা করা হয়। আর এই পর্যায়তেই টিকা নেওয়ার ছাড়পত্র পান ১৮-ঊর্ধ্ব নাগরিকরা।

এদেশে করোনার বিরুদ্ধেদ্ধে গণহারে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল গত ১৬ জানুয়ারি। পুণের সিরাম ইনস্টিটিউট নির্মিত কোভিশিল্ড এবং ভারত বায়োটেক নির্মিত কোভ্যাকসিন, এই দুই টিকা বন্টন চলছে দেশে। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত ১৩ কোটি ৮৩ লক্ষ ৭৯ হাজার ৮৩২ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় এদেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার জন। ভাইরাস প্রাণ কেড়েছে ২৭৬৭ জনের।

You might also like