
দ্য ওয়াল ব্যুরো: গতকালের মতই ১০ হাজারের মধ্যেই রইল করোনায় রাজ্যের দৈনিক সংক্রমণের সংখ্যা। গতকালের তুলনায় ৩৭ জন বেশি আক্রান্ত হয়েছে এদিন। অন্যদিকে, একদিনের মৃত্যুর সংখ্যাও খুব একটা হেরফের দেখা গেল না।
শনিবারের রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৯১ জন। একদিনে মৃত্যু সংখ্যা ৩৭। যা গতকালের তুলনায় সামান্য বেশি। করোনার ভয়াবহতার মধ্যেও আশার আলো দেখছেন চিকিৎসকরা। যেভাবে করোনা আক্রান্ত বাড়ছিল তা কিছুটা কমেছে। তবে মৃত্যুর সংখ্যা যেন কমছে না।
একটা সময় সংক্রমণের হার যেমন বেড়ে গিয়েছিল এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে। এদিনের সংক্রমণের হার ১১.১৩ শতাংশ। আর যা দেখে কিছুটা আশা দেখছেন বিশেষজ্ঞরা।
তবে কলকাতার জন্য চিন্তার রেশ থেকেই যাচ্ছে। এদিনও সংক্রমণের নিরিখে প্ৰথমে কলকাতা। একদিনে আক্রান্ত হয়েছেন ১,৪৮৯ জন। আর মৃত্যু হয়েছে ৭ জনের। কলকাতার পরেই আছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় একদিনে আক্রান্তের সংখ্যা ১,৩৬০। অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা হাজারের নীচে।