
দ্য ওয়াল ব্যুরো: চিনে চোখ রাঙাচ্ছে করোনার (Covid Scare) নতুন ঢেউ। রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যও বাড়ছে বলে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। চিনে (China) করোনার এই বাড়বাড়ন্ত দেখে চিন্তায় রয়েছে পড়শি দেশ ভারত। করোনার এই নয়া স্রোত যাতে ভারতে আছড়ে পড়তে না পারে তাই প্রথম থেকেই রাশ টানার চেষ্টা করছে কেন্দ্র সরকার। নিয়েছে একাধিক পদক্ষেপও। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হল, চিন থেকে ভারতে আসতে গেলে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট (Covid Negetive Report)।
শুধু চিন নয়, বিশ্বের আরও পাঁচটি দেশের ক্ষেত্রেও একই নির্দেশ জারি করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে ওই ছ’দেশের থেকে আগত কোনও যাত্রীকে ভারতে ঢুকতে গেলে দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট, বৃহস্পতিবার এই কথাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া।
চিন ছাড়া আর কোন কোন দেশের জন্য এই নির্দেশ দিল করল ভারত সরকার? টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও তাইল্যান্ড থেকে আসা নাগরিকদের জন্য প্রয়োজন কোভিড নেগেটিভ রিপোর্ট।
তিনি এদিন আরও জানান, এইসব দেশ থেকে আগত যাত্রীদের যাত্রার আগে কোভিড নেগেটিভ রিপোর্ট এয়ার সুবিধা পোর্টালে আপলোড করতে হবে। আরও জানানো হয়েছে যে, যাত্রার ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করাতে হবে। সেই রিপোর্টই দিতে হবে পোর্টালে।
চিনের এই করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে গোটা দুনিয়ায়। বিশেষত ভারতের মতো পড়শি দেশদের কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭। চিকিৎসক-বিশেষজ্ঞরাও সতর্ক করছেন বারেবারে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, চিনের হাসপাতালগুলিতে রোগীদের ভিড় উপচে পড়ছে। যে হাসপাতালে ৫০০ জন রোগীর চিকিৎসা সম্ভব সেখানে তিন হাজার রোগীর চিকিৎসা চলছে। সেইসঙ্গে ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর জোগানের ক্ষেত্রেও টান পড়েছে বলে খবর।
ফুসফুস নয়, ব্রেনে হামলা করবে চিনের করোনা, ক্ষতি হবে মস্তিষ্কের কোষের, দাবি বিজ্ঞানীদের