
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনার প্রভাব ফের বাড়ছে হু হু করে। যা নিয়ে কয়েক দিন ধরেই উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ বৈঠকও করেছেন এ নিয়ে। তবে কেবলই কেন্দ্র নয়, উদ্বেগ সর্বস্তরেই বাড়ছে। এ রাজ্যেও এবার খানিকটা নড়ে বসেছে প্রশাসন। কারণ এ রাজ্যের কোভিড গ্রাফও ফের ঊর্ধ্বমুখী কয়েক দিন ধরেই।
এমনই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচন। চতুর্দিকে সামাজিক দূরত্বের বালাই নেই। ভিড়ভাট্টা উপচে পড়ছে জেলায় জেলায়। এমনই সময়ে আজ, সোমবার রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্স করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রের খবর, আজকের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত জেলার সাধারণ মানুষের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। মেলামেশার নিয়ম মেনে বিয়ে, অন্নপ্রাশন– এসব সামাজিক কাজ হচ্ছে কিনা, সেদিকে কড়া নজর রাখতে হবে।
শুধু তাই নয়, জনসাধারণের জন্য ব্যবহৃত যানবাহনেও কোভিড প্রোটোকল মানতে হবে, কোভিড বিধি মানতে হবে পাবলিক প্লেসেও।
পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান এবং র্যালির ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মানার আবেদন জানিয়েছে নবান্ন। দ্রুত করতে হবে ভ্যাকসিনেশনের কাজ। কোমর্বিডিটি আছে এমন ৪৫ বছরের মানুষ এবং ৬০ বছরের উপরের মানুষদের স্বাস্থ্যের দিকে প্রতিনিয়ত নজর রাখতে হবে।
আগের মতোই ফের কনট্যাক্ট ট্রেসিং এবং করোনা পরীক্ষা আরও বাড়াতে হবে। যে সমস্ত জায়গায় করোনা পজিটিভ ধরা পড়ছে সেখানে প্রতিনিয়ত মনিটারিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালগুলিতে করোনা রোগীর জন্য পরিকাঠামো নিয়ে রিভিউ চাওয়া হয়েছে, বলা হয়েছে অক্সিজেনের উপযুক্ত ব্যবস্থা রাখার কথা। জেলায় জেলায় অ্যাম্বুল্যান্স পরিষেবা সচল রাখার দিকেও জোর দিয়েছে নবান্ন। চালু রাখতে হবে ২৪ ঘণ্টার হেল্পলাইন। ডাক্তার, নার্স, সিসিইউ স্টাফদের সতর্ক করতে হবে।
ভোটের সমস্ত রকম ব্যবস্থাও যাতে কোভিড প্রোটোকল মেনেই হয়, সেকথাও মনে করিয়ে দেওয়া হয়েছে আজ।