
দ্য ওয়াল ব্যুরো : আগামী দিনে আরও ‘চমক’ দেখাবে (Covid) করোনাভাইরাস। বৃহস্পতিবার এভাবেই সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার ক্রিস হুইটি। তাঁর মতে, আগামী দু’বছরের মধ্যে ওমিক্রনের (Covid) চেয়েও ছোঁয়াচে কোনও ভ্যারিয়ান্ট দেখা দেওয়ার ‘সমূহ সম্ভাবনা’ রয়েছে। ইংল্যান্ডের ‘ডেলি মেল’ সংবাদপত্রে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোভিডে (Covid) মৃত্যুহার এখন ফ্লু-এর মতো। আমাদের বাকি জীবন কোভিডের (Covid) সঙ্গেই কাটাতে হবে।
ক্রিস হুইটির ধারণা, অদূর ভবিষ্যতে আমাদের দিকে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবে কোভিড। ওই রোগ এখনও পর্যন্ত এনডেমিক-এর রূপ নিয়েছে, তাও তিনি বিশ্বাস করেন না। কোনও ছোঁয়াচে রোগ নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়লে তাকে এনডেমিক বলা হয়। কোনও কোনও দেশে অবশ্য ইতিমধ্যে কোভিড বিধি শিথিল করা হয়েছে। ব্রিটেনে কিছুদিন কোভিড সংক্রমণের হার স্থিতিশীল ছিল। সম্প্রতি সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ছে।
ব্রিটেনে মৃত্যু বাড়ছে (Covid)
গত এক সপ্তাহে কোভিডে মৃত্যু বেড়েছে এক চতুর্থাংশ। কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার হার বেড়েছে ১৭ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, ব্রিটেনে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার মূলে আছে বিএ-টু। তা ওমিক্রনেরই একটি ভ্যারিয়ান্ট।
হুইটি বলেন, ব্রিটেনের প্রতিটি অংশেই ওমিক্রন বিএ টু ভ্যারিয়ান্টের প্রকোপ বাড়ছে। ওই ভ্যারিয়ান্ট চিকেনপক্সের মতো ছোঁয়াচে। তাতে মৃত্যুহার বেড়েছে বলে প্রমাণ নেই। তবে ওই ভ্যারিয়ান্টের আদৌ কোনও প্রভাব নেই, এমন বলা যায় না।
আরও পড়ুন : মৃত রুশ সেনার স্তূপ ইউক্রেনে! দুর্গন্ধে ভরেছে চারপাশ, কীভাবে সৎকার হবে এত দেহ