Latest News

ভোটমুখী ৫ রাজ্যে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটে মোদীর ছবি নয়, চালু মডেল বিধি

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ ভ্যাকসিনের (covid vaccine)  সার্টিফিকেটে (certificate) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (pm modi) (photo) ছবি থাকা নিয়ে কম বিতর্ক (controversy)হয়নি। কেরল হাইকোর্টকে (kerala hc)পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে। এবার সত্যি  সত্যিই ভোটমুখী ৫ রাজ্যে ভ্যাকসিন শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশ দিল নির্বাচন কমিশন (election commission)। মডেল নির্বাচনী আচরণবিধি (model code of conduct) কার্যকর হয়েছে। তাই আর প্রধানমন্ত্রীর ছবি নয়। একটি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ভ্যাকসিন শংসাপত্র থেকে মোদীর ছবি বাদ দিতে কোউইন প্ল্যাটফর্মে প্রয়োজনীয় কাটছাঁট করেছে। শনিবার উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর, পাঞ্জাব-এই ৫ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার  পরই রাতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫ রাজ্যে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে সাত দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল বেরবে ১০ মার্চ।

কয়েকটি রাজনৈতিক দলের আপত্তি, অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের সুপারিশক্রমে অসম, কেরল, তামিলনাড়ু,পশ্চিমবঙ্গ, পুদুচেরির বিধানসভা নির্বাচনের সময় গত বছর মার্চেও এমন পদক্ষেপ করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রী মোদীর ছবি দেওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ হওয়া পিটিশন গত মাসে খারিজ করে কেরল হাইকোর্ট। আবেদনকারীর বক্তব্য ছিল, বেসরকারি কেন্দ্রে পয়সার বিনিময়ে ভ্যাকসিন নিলে তার  শংসাপত্রে কেন প্রধানমন্ত্রীর মুখ থাকবে। পৃথিবীর আর কোনও দেশে সার্টিফিকেটে প্রধানমন্তীর ছবি থাকে না! কিন্তু হাইকোর্ট তাঁকে ১ লাখ টাকা জরিমানা করে উল্টে বলে, কেন আপনি প্রধানমন্ত্রী সম্পর্কে লজ্জিত। পিটিশনের পিছনে  রাজনৈতিক অভিসন্ধি, প্রচার পাওয়ার উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছে। তাই এটি চড়া  জরিমানা সহ খারিজ হওয়ার যোগ্য।

পাশাপাশি ভ্যাকসিনেশন প্রক্রিয়াকে মানুষের জীবন বাঁচানোর অস্ত্রের বদলে বরং প্রধানমন্ত্রী মোদীর নিজের প্রচারেই কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ তুলেছিল কংগ্রেস।

আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে এক নজিরবিহীন পরিস্থিতিতে। দেশজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে কোভিড ১৯ এর বেলাগাম সংক্রমণবৃদ্ধির পরিপ্রেক্ষিতে কমিশন রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল, রোড শো নিষিদ্ধ করেছে। প্রধান নির্বাচন কমিশনের সুশীল চন্দ্র সমাবেশ, মিছিল, সভা, পদযাত্রা, গাড়ি নিয়ে প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত ১৫ জানুয়ারি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন।

 

You might also like