Latest News

সংসারে টান, টাকার লোভে যমজ মেয়েকে বিক্রি করল বাবা-মা

দ্য ওয়াল ব্যুরো: আর্থিক সমস্যা ঘোচাতে দুই নাবালিকা যমজ কন্যাকে (minor girl) বিয়ের নাম করে বিক্রি (sell) করে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। এই অভিযোগে বাবা-মা-সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telengana) কামারেডি জেলায়।

সূত্রের খবর, সেখানকার পুলিশ সুপার (এসপি) শ্রীনিবাস রেড্ডি জানান, যমজ বোনেরা ওই জেলার মাচারেডি মণ্ডলের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। জন্মের পরই তাদের মা মারা যায়। এরপর ওদের বাবা অন্য একজন মহিলাকে বিয়ে করে। সেই সংসারে একটি ছেলে এবং একটি মেয়ে জন্মায়। তখন থেকেই সংসারে আর্থিক অনটন দেখা দেয়।

এরপর তিনি আরও বলেন যে, “যখন দুই যমজ বোনের বয়স মাত্র ১৪ বছর, তখনই তাদের বাবা এবং সৎ মা আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এরপরই সেই দম্পতি রাজস্থানের শারমন এবং কৃষ্ণ কুমার নামে দুই ব্যক্তির সঙ্গে কথা বলেন। একজনকে ৮০ হাজার টাকা এবং অপরজনকে ৫০ হাজার টাকায় বিক্রির কথা পাকা হয়ে যায়। এরপর বাবা-মা যমজ মেয়েকে বিয়েতে রাজি করায়।”

বিয়ের পর হায়দরাবাদের কাছেই স্বামীদের সঙ্গে থাকতে শুরু করে দুই বোন। কিন্তু কিছুদিন পরই তারা জানতে পারে যে, তাদের স্বামীরা আগে থেকেই বিবাহিত এবং সন্তানও রয়েছে। এরপরই এক বোন অভিযুক্তদের খপ্পর থেকে বেরিয়ে এসে গ্রামবাসীদের এবং সেখান থেকে শিশু সুরক্ষা দফতরে জানায়। সেখান থেকেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

দলিতদের দু’বেলা খেতে পাওয়াই দুষ্কর এই গ্রামে! প্রজাতন্ত্র দিবসে সামনে এল বৈষম্যের করুণ ছবি

You might also like