Latest News

পুকুরের জলে বিদ্যুত-সংযোগের অভিযোগ! স্নান করতে নেমে তড়িদাহত হয়ে দম্পতির মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! পুকুরে স্নান (bathing) করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট (electrocuted) হয়ে মৃত্যু হল (died) দুই গ্রামবাসীর। বুধবার সকালে এমন ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় মেদিনীপুর সদর ব্লকের মোরখা গ্রামে।

মৃতদের নাম মুঙ্গলি মান্ডি ও বাপি মান্ডি| তাঁরা স্বামী-স্ত্রী বলে জানা গেছে| এদিন সকালে স্নান করতে পুকুরপাড়ে এসেছিলেন তাঁরা। অভিযোগ, পুকুরের জলে বিদ্যুৎ সংযোগ করা ছিল। সে কথা জানতেন না ওই দম্পতি। স্নান করার জন্য সোজা পুকুরের জলে নেমে পড়েন ওই দম্পতি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মুঙ্গলি মান্ডি ও বাপি মান্ডির। আচমকা এমন ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা গ্রামজুড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের শীর্ষ আধিকারিকরা। ঘটনার পর থেকেই এলাকাছাড়া ওই পুকুরের মালিক। ফাঁকা মাঠের মধ্যে পুকুর। সেখানে কেন বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দোষী ব্যক্তির শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। আজ জঙ্গলমহলে বাদনা পরব। এমন দিনে মর্মান্তিক এই ঘটনায় শোকে মুহ্যমান গোটা গ্রাম।

দীপাবলিতে দলিত মহিলার ঘর জ্বালাল দুষ্কৃতীরা! ‘অপরাধ’, পাওনা টাকা ফেরত চেয়েছিলেন তিনি

You might also like