Latest News

সিঙ্গাপুর থেকে ফিরেই জ্বর, করোনাভাইরাস আতঙ্কে ভর্তি উত্তরবঙ্গ হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো : পড়াশোনার জন্য সিঙ্গাপুরে থাকেন মহম্মদ শফিকুল রহমান। তাঁর বয়স ৩৫। বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলায়। ১০ দিন আগে তিনি সিঙ্গাপুর থেকে ফেরেন। তারপরেই তাঁর শরীরে ব্যথা হয়। পরে তিনি জ্বর, সর্দি-কাশি ও ডায়েরিয়ায় আক্রান্ত হন। পরিবারের লোকজন তাঁকে নিয়ে যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন সন্দেহে তাঁকে রাখা হয়েছে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। তাঁকে দেখে গিয়েছেন হু-এর চিকিৎসক।

শুক্রবার বেলা ১১ টা নাগাদ ডালখোলার পূর্ব প্রসাদপুর থেকে শফিকুলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর দাদা নিহার আলম জানিয়েছেন, শফিকুল সিঙ্গাপুরে কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করছেন। বাড়ি ফেরার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিশ্ব জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শফিকুল বিদেশ থেকে ফিরেই জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই বাড়ির লোক ঝুঁকি নেননি।

শফিকুলের চিকিৎসার জন্য হাসপাতালে তৈরি হয়েছে বিশেষ টিম। হাসপাতালের সুপার কৌশিক সমাজদার বলেন, রোগী খুবই সচেতন। তিনি নিজে এসে আমাদের সব কথা জানিয়েছেন। তিনি যেহেতু বিদেশ থেকে এসেছেন, তাই একটা সন্দেহ থেকেই যাচ্ছে। আগে দেখতে হবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন কিনা। আপাতত পরীক্ষা-নিরীক্ষা চলছে। রোগীর সাধারণ জ্বর, সর্দিকাশি রয়েছে।

You might also like