Latest News

বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুঁই!

দ্য ওয়াল ব্যুরো: করোনার (Corona) ধাক্কায় ফের বেসামাল রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার বাংলাজুড়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একধাক্কায় হাজারের কাছাকাছি পৌঁছে গেল। গত ২৪ ঘণ্টায় রোগী সংখ্যা পার করেছে সাড়ে ৯০০-এর কোঠা। দৈনিক সংক্রমণের হারও প্রায় ১০ শতাংশ। তবে আশার আলো এটাই যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড (Corona) রোগীর মৃত্যু হয়নি।

আরও পড়ুন: হাসপাতালের পুরনো আউটডোর যেন ‘ভূতুড়ে বাড়ি’! রাতে বসছে জুয়ার আসর, মদের ঠেক

এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, করোনায় (Corona) নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫৪ জন। তার মধ্যে শুধু কলকাতারই ৩৮৮ জন রয়েছেন। এছাড়া, উত্তর ২৪ পরগনায় ২৬০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬৬ জন এবং হুগলিতে নতুন আক্রান্তের সংখ্যা ৫১ জন। এর পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও কম-বেশি করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হারও বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। সোমবারের বুলেটিনে তা ছিল যেই হার ছিল ৯.৫৫ শতাংশ, তা মঙ্গলবার সন্ধ্যায় বেড়ে হয়েছে ৯.৯২ শতাংশ। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যের মোট ২০ লক্ষ ২৬ হাজার ৪৭৭ জনের মধ্যে করোনা (Corona) সংক্রমণ ছড়িয়েছে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন আক্রান্ত সুস্থও হয়ে উঠেছেন।

You might also like