
দ্য ওয়াল ব্যুরো: করোনা ভ্যাকসিনের সময় কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিলেও বুস্টার ডোজে (booster dose) কোর্বেভ্যাক্স (Corbevax) নেওয়া যাবে। তবে ভ্যাকসিনের ডবল ডোজের ৬ মাস কিংবা ২৬ সপ্তাহ পরেই নেওয়া যাবে এই বুস্টার ডোজ। আগামী ১২ অগস্ট, অর্থাৎ শুক্রবার থেকেই গোটা দেশে এই নতুন নিয়ম কার্যকর করার জন্য সব রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র।
বুধবারের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭ জন। যা নিয়ে উদ্বেগ খানিক বেড়েছে কেন্দ্রের। এই পরিস্থিতিতে ভ্যাকসিনেশন নিয়ে সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, কোভিশিল্ড কিংবা কোভ্যাক্সিন নিলেও বুস্টার ডোজের ক্ষেত্রে কোর্বেভ্যাক্স নেওয়া যাবে। ডবল ডোজ নেওয়ার পর ৬ মাস অথবা ২৬ সপ্তাহ কেটে গেলেই বুস্টার ডোজ নিতে পারবেন যে কেউ। কোর্বেভ্যাক্স ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি আরবিডি প্রোটিন সাবইউনিট ভ্যাকসিন, যা বর্তমানে ১২-১৪ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সবচেয়ে ভয়াবহ আকার নিয়ে দ্বিতীয় ঢেউই। কারণ ফুসফুসে সংক্রমণ হয়ে সেবারই সবথেকে বেশি ভয়াবহতা দেখা দিয়েছিল। কোভিড ভ্যাকসিন নিয়ে উৎকণ্ঠা থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার পাওয়া-সবকিছু নিয়েই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তবে তৃতীয় ঢেউয়ের সময় এমন সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হয়নি। প্রচুর পরিমাণে পজিটিভ কেস হলেও সাধারণ মানুষ সেভাবে হাসপাতালে ভর্তি হননি। কারণ আক্রান্ত হলেও শরীর ততটাও খারাপ হয়নি কারও।
ফ্রি বুস্টার ডোজের ফার্স্ট শো হিট! চমকে দিল কলকাতা
কিন্তু গত কয়েক মাসে চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়েছে। কোভিডের নিউ ভ্যারিয়েন্টের সঙ্গে ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা নিয়ে এখনও গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। কারণ মিউটেশনের সঙ্গে তা যদি আরও শক্তিশালী হয়ে যায়, তাহলে ভ্যাকসিনের কার্যকারিতাকেও পাল্লা দিয়ে বাড়াতে হবে।