Latest News

অনন্তনাগে পুলিশকে গুলি করে খুন

দ্য ওয়াল ব্যুরো : শনিবার জম্মু-কাশ্মীরে (Saturday) কর্মরত অবস্থায় খুন হলেন এক পুলিশ কনস্টেবল (Police Constable)। অনন্তনাগ (Anantanag) পুলিশ জানায়, এদিন বিকাল পাঁচটা বেজে ৩৫ মিনিট নাগাদ বিজবেহরায় হেড কনস্টেবল হাসান আলিকে গুলি করে জঙ্গিরা। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জঙ্গিদের সন্ধানে পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

You might also like