
২০১৯-এ ধেয়ে আসছে সুনামি, বড় বিপদে পুতিন! কে বলে গিয়েছিলেন দু’দশক আগে!
এর আগে ডিসেম্বরে প্রথম তারিখে কমেছিলে রান্নার গ্যাসের দাম । ভর্তুকিযুক্ত গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৬.৫২ টাকা করে কমে । ডিসেম্বর পেরিয়ে ঠিক নতুন বছরের শুরুতেই ফের কমল দাম । মূলত, জ্বালানি তেলের মূল্য হ্রাসই গ্য়াসের দামকে কমিয়ে দিচ্ছে বলে আইওসি সূত্রে খবর।
পয়লা জানুয়ারি থেকে কমছে ভর্তুকিহীন গ্যাসের দামও । সিলিন্ডার প্রতি দাম কমছে ১২০.৫০টাকা । এর ফলে দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ৬৮৯ টাকা, যা আগে ছিল সিলিন্ডার প্রতি ৮০৯.৫০ টাকা। আইওসি জানাচ্ছে, ভর্তুকি গ্যাসের গ্রাহকরা ভর্তুকির বাড়তি টাকা জানুয়ারি মাস থেকেই তাঁদের অ্য়াকাউন্টে পাবেন, সিলিন্ডার পিছু গ্রাহকদের অ্য়াকাউন্টে ঢুকবে ১৯৪.০১ টাকা ।
কৃষকের জন্য কল্পতরু দিদি, মৃত্যুতে দু’লক্ষ, চাষের জন্য পাঁচ হাজার