
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের (Coochbihar) তুফানগঞ্জের রানীর হাট এলাকার বাজারে দিনভর ঘুরে বেড়াত ওই দুই অভিযুক্ত যুবক। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করত। প্রথম বিষয়টি ঘৃণাক্ষরেও টের পাননি কেউ। বরং বৃহন্নলা ভেবে টাকা দিয়েছিলেন অনেকেই। কিন্তু তাদের জোরজুলুমবাজির জেরে সন্দেহ হয় ব্যবসায়ীদের। খবর দেওয়া হয় স্থানীয় বৃহন্নলা গোষ্ঠীকে। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় ওই দুই যুবক। প্রথমে তাদের বেধড়ক মারধর করা হয় । এরপর পোশাক খুলিয়ে কোমরে গামছা বেঁধে দুই অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় থানায়।
কোচবিহার জেলার বৃহন্নলা সমাজের প্রতিনিধি চাঁদনি বিশ্বাস জানিয়েছেন, ‘গত কয়েক দিন ধরেই ওই যুবকরা বাড়ি বাড়ি গিয়ে এইভাবেই তোলাবাজি চালাচ্ছিল । বাজার থেকে টাকা তুলছিল। স্থানীয় বাসিন্দারাই খবর দেয়।
আপাতত ওই দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।