Latest News

অযোধ্যা নিয়ে বই লেখার পরে সলমন খুরশিদের বাড়িতে আগুন

দ্য ওয়াল ব্যুরো : ‘হিন্দুত্বের’ সঙ্গে জেহাদি মতাদর্শের তুলনা করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ (Khurshid)। অযোধ্যা নিয়ে তাঁর বইতে ওই মন্তব্য করা হয়। বইটি প্রকাশিত হওয়ার পরে শুরু হয় বিতর্ক। সোমবার সলমন খুরশিদের নৈনিতালের বাড়িতে ভাঙচুর চালায় একদল লোক। বাড়িতে আগুনও দেয় তারা।

সলমন খুরশিদ ফেসবুকে তাঁর বাড়ির ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। দরজা পুড়ে গিয়েছে। জানলার কাচ ভেঙে পড়ে আছে। দু’জনকে দেখা যায়, জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছে। সলমন খুরশিদ লিখেছেন, ‘এটা হিন্দুধর্ম হতে পারে না’।

সলমন খুরশিদের বইয়ের নাম ‘সানরাইজ ওভার অযোধ্যা, নেশনহুড ইন আওয়ার টাইমস’। বিজেপির অভিযোগ, ওই বইতে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। মুসলিম ভোট পাওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক রাজনীতি করছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, হিন্দুধর্ম আর হিন্দুত্ব একই জিনিস নয়। এরপরে বিজেপি মন্তব্য করে, রাহুল হিন্দুধর্মকে ঘৃণা করেন। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, খুরশিদ হিন্দুত্বের সঙ্গে জেহাদিদের তুলনা করে বাড়াবাড়ি করেছেন। তাঁর কথায়, “আমরা হিন্দুত্বের রাজনীতির সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তাদের সঙ্গে আইসিস বা জেহাদি ইসলামের তুলনা করা বাড়াবাড়ি।”

You might also like