
দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার থেকে রাজস্থানের উদয়পুরে শুরু হয়েছে কংগ্রেসের (Congres) চিন্তন বৈঠক। শনিবার তার ফাঁকে রাজস্থানের কংগ্রেস (Congres) নেতা শচীন পাইলট সংবাদ মাধ্যমকে জানালেন, আগামী দিনে দলে আনুপাতিক হারে তরুণদের প্রতিনিধিত্ব থাকবে। কংগ্রেসের (Congres) সংসদীয় বোর্ড এসম্পর্কে নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করবে চিন্তন বৈঠকের পরেই। ৪৪ বছর বয়সী শচীন ২০০৪ সালে প্রথমবার সাংসদ হয়েছিলেন। এর আগে কেউ ২৬ বছর বয়সে সংসদের সদস্য হননি।
শচীন বলেন, দলে নতুন এনার্জি চাই। তিনি চান, ৫১ বছর বয়সী রাহুল গান্ধী ফের কংগ্রেসের হাল ধরুন। একটি সূত্রে খবর, উদয়পুরের চিন্তন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দলে (Congres) কিছু পরিবর্তন আনা হবে। দলের সংসদীয় বোর্ড যৌথ নেতৃত্বের দাবি জানিয়েছিল। হাইকম্যান্ড সেই দাবিও মেনে নিয়েছে।
দলীয় সূত্রের খবর, চিন্তন শিবির শেষ হলেই কংগ্রেসে কয়েকটি সংস্কারের কথা ঘোষণা করা হবে। সম্ভবত দলের অর্ধেক পদ সংরক্ষিত থাকবে ৫০-এর কমবয়সী নেতাদের জন্য। দলের সংসদীয় বোর্ডকে আরও সক্রিয় করে তোলা হবে। ‘এক পরিবার একটিই টিকিট’ ফরমুলা কার্যকরী হবে। দলের কোনও নেতা সর্বাধিক পাঁচ বছর কোনও পদে থাকবেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সহ কংগ্রেসের ৪০০ শীর্ষস্থানীয় নেতা চিন্তন বৈঠকে অংশ নিয়েছেন। কংগ্রেস নেতা অজয় মাকেন বলেন, বৈঠকের পরেই দলে বড় পরিবর্তন আসতে চলেছে।
আরও পড়ুন : সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে তাড়িয়ে গ্রেফতার ছেলে-ছেলের বউ