Latest News

Congress Quota : দলের ৫০ শতাংশ পদে থাকবেন পশ্চাৎপদ শ্রেণির মানুষ, সিদ্ধান্ত কংগ্রেসের চিন্তন বৈঠকে

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেসের (Congress Quota) ৫০ শতাংশ পদে আনা হবে তফসিলী জাতি-উপজাতি, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে। উদয়পুরে দলের চিন্তন বৈঠক থেকে শনিবার এমনই ঘোষণা করা হল। পরপর কয়েকটি নির্বাচনে খারাপ ফল হওয়ার পরে শুক্রবার থেকে ‘ব্রেনস্টর্মিং সেশন’-এ (Congress Quota) বসেছেন কংগ্রেসের ৪০০ প্রতিনিধি। চিন্তন শিবিরের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের নেতা কে রাজু। তিনি বলেন, সামাজিক ন্যায় ও ক্ষমতায়নের কথা (Congress Quota) মাথায় রেখে দলে সাংগঠনিক পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর কংগ্রেস ওয়ার্কিং কমিটি সেই প্রস্তাব অনুমোদন করবে।

একইসঙ্গে দলে ‘সামাজিক ন্যায় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ’ গঠন করার কথাও আলোচনা হয়েছে চিন্তন বৈঠকে। স্থির হয়েছে, সেই পরিষদ দলের সভাপতিকে সাহায্য করবে। কে রাজু জানান, সমাজের দুর্বলতর শ্রেণিগুলির স্বার্থে নিয়মিত নানা কর্মসূচি নেবে দল। সেজন্য ছ’মাস অন্তর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বিশেষ অধিবেশন বসবে। কংগ্রেস চায়, জাতীয় স্তরে জাতপাতভিত্তিক জনগণনা হোক। বেসরকারি সংস্থাতেও তফসিলী জাতি-উপজাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণির জন্য সংরক্ষণ থাকুক। মহিলাদের জন্য যে সংরক্ষণ বিল আনা হয়েছে, সেখানে তফসিলী জাতি-উপজাতিভুক্ত মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকুক।

আরও পড়ুন : Congress : কংগ্রেসের নেতৃত্বে এবার তরুণরা, পথনির্দেশ শীঘ্র, চিন্তন বৈঠকের ফাঁকে জানালেন শচীন পাইলট

You might also like