Latest News

নাগরিক পঞ্জি বিতর্ক: তৃণমূলের সঙ্গে এক মত নয় সর্বভারতীয় কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: অসমে জাতীয় নাগরিক পঞ্জির খসড়া তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তীব্র বিরোধিতায় নেমে পড়েছেন, তখন তৃণমূলের থেকে এ ব্যাপারে অবস্থানগত দূরত্ব রাখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

নাগরিক পঞ্জির খসড়া তালিকা থেকে প্রায় চল্লিশ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে প্রথম দিন থেকেই সরব বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, অসমে বাঙালি খেদাও চলছে। তা ছাড়া শুধু বাঙালি নয় এমন বহু মানুষকে তালিকার বাইরে রাখা হয়েছে যাঁরা বিহার, রাজস্থান, তামিলনাড়ুর লোক। কাজ অন্য সূত্রে গিয়ে দীর্ঘদিন ধরে অসমে বসবাস করছেন। ওই তালিকা বাতিলের দাবি করেছেন মমতা। শুধু তা নয়, নাগরিক পঞ্জির প্রতিবাদ জানাতে অসমের শিলচরে তৃণমূল কংগ্রেসের সাংসদ-বিধায়কদের প্রতিনিধি দলও পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

তাতপর্যপূর্ণ হল, শিলচরের সাংসদ কংগ্রেসি। প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব হলেন শিলচরের সাংসদ। কিন্তু নাগরিক পঞ্জির তালিকার বিরোধিতা করে তৃণমূলের প্রতিনিধিরা শিলচরে গেলেও সুষ্মিতা তাঁদের সঙ্গে যেতে চাননি।

কেন?

শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন রাহুল গান্ধী। ওই বৈঠকের পর কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, কংগ্রেস নাগরিক পঞ্জির বিরুদ্ধে নয়। রাজীব গান্ধীর সময়ে অসম চুক্তিতে নাগরিক পঞ্জির প্রস্তাব করা হয়েছিল। এনআরসি-র কংগ্রেসের সন্তান। অসমে পূর্বতন  তরুণ গগৈ সরকার এর আশি শতাংশ কাজও সেরে ফেলেছিল। কংগ্রেস চায় বেআইনি ভাবে ভারতীয় নাগরিক পরিচয়ে কেউ যেন অসমে থাকতে না পারে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে কোনও ভারতীয়র নাম যেন তালিকা থেকে বাদ না যায়।

You might also like