Latest News

উত্তরপ্রদেশে সব র‍্যালি বাতিল করল কংগ্রেস, যোগীর কর্মসূচিও হচ্ছে না

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের ঘটনা থেকে শিক্ষা নিল কংগ্রেস। উত্তরপ্রদেশের সমস্ত র‍্যালি বাতিল করল কংগ্রেস। মঙ্গলবার উত্তরপ্রদেশ কংগ্রেস স্কুলের মেয়েদের নিয়ে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল, কিন্তু সেই ম্যারাথন ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, শুরুতেই অবস্থা হাতের বাইরে চলে যায়। যদিও মারাত্মক কোনও বড় বিপদ না হলেও এই ম্যারাথন প্রশ্নের মুখে দাঁড়ায়। অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বৃহস্পতিবারের নয়ডার র‍্যালি বাতিল ঘোষণা করেছেন।

এমনিতেই করোনা পরিস্থিতিতে এমন র‍্যালির আয়োজন প্রথম থেকেই প্রশ্নের মুখে ছিল। উপযুক্ত করোনা বিধি মানা সম্ভব নয়, মত ছিল ওয়াকিবহাল মহলের। কথাটা সত্যি, দেখা গেল ম্যারাথন শুরু হওয়া থেকেই। অধিকাংশের মুখেই মাস্কের বালাই ছিল না।

কিন্তু, তারপরই দেখা গেল ভয়ানক ছবি। একে অপরকে ঠেলে এগিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করতেই বিশৃঙ্খল হয়ে পড়ে পরিস্থিতি। হুলুস্থুল বেঁধে যায় বরেলির রাস্তায়।

প্রসঙ্গত, নারী শক্তির সমর্থনে স্কুলের মেয়েরা গতকাল এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বরেলির প্রাক্তন মেয়র সুপ্রিয়া আরোনের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে হাজারও সমালোচনা। আর তার জেরেই উত্তরপ্রদেশের সব র‍্যালি বাতিলের সিদ্ধান্ত কংগ্রেসের। এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সেই পথেই হেঁটেছেন।

You might also like