
এমনিতেই করোনা পরিস্থিতিতে এমন র্যালির আয়োজন প্রথম থেকেই প্রশ্নের মুখে ছিল। উপযুক্ত করোনা বিধি মানা সম্ভব নয়, মত ছিল ওয়াকিবহাল মহলের। কথাটা সত্যি, দেখা গেল ম্যারাথন শুরু হওয়া থেকেই। অধিকাংশের মুখেই মাস্কের বালাই ছিল না।
কিন্তু, তারপরই দেখা গেল ভয়ানক ছবি। একে অপরকে ঠেলে এগিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করতেই বিশৃঙ্খল হয়ে পড়ে পরিস্থিতি। হুলুস্থুল বেঁধে যায় বরেলির রাস্তায়।
প্রসঙ্গত, নারী শক্তির সমর্থনে স্কুলের মেয়েরা গতকাল এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বরেলির প্রাক্তন মেয়র সুপ্রিয়া আরোনের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে হাজারও সমালোচনা। আর তার জেরেই উত্তরপ্রদেশের সব র্যালি বাতিলের সিদ্ধান্ত কংগ্রেসের। এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সেই পথেই হেঁটেছেন।