
এদিন তেলেঙ্গানার দেবেরাকোণ্ডায় এক সভায় চন্দ্রশেখর রাও অভিযোগ করেন, প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তমকুমার রেড্ডি এবং অপর শীর্ষ নেতা জনা রেড্ডি নালগোন্ডার মানুষের অনেক ক্ষতি করেছেন। কিন্তু আমি এখানে ৮৫ টি আদিবাসী অঞ্চলকে গ্রাম পঞ্চায়েতে পরিণত করেছি। দেবেরাকোণ্ডায় টিআরএসের জয় কেউ ঠেকাতে পারবে না।
জাদচেরলা অঞ্চলে আর এক জনসভায় তিনি বলেন, আমার সরকার মেহবুবনগর জেলার সব প্রকল্প সময়ে শেষ করেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সমালোচনা করে তিনি বলেন, তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই জেলার পালামুরু-এথিপথালা প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন। চন্দ্রবাবুর তেলুগু দেশম গত ন’বছরে মেহবুবনগরের কোনও উন্নয়ন করেনি। এখন তারা এখান থেকে ভোটে লড়বে কী করে?
রাজ্যে নতুন স্বাস্থ্য প্রকল্পের কথা ঘোষণা করে তিনি বলেন, ইএনটি দফতর কান্তিভেলুগু নামে একটি প্রকল্প রূপায়িত করবে। সরকার রাজ্যের মানুষের রক্তের নমুনাও সংগ্রহ করবে।
চন্দ্রশেখর রাওয়ের দাবি, তিনি এমন অনেক প্রকল্প কার্যকর করেছেন, যা বিশ্বে কোথাও হয়নি। তাঁর প্রতিশ্রুতি, পরেরবার ক্ষমতায় এলে মেহবুবনগর জেলার ২০ লক্ষ একর কৃষি জমিতে জলসেচের ব্যবস্থা করবেন।
তেলেঙ্গানায় বিধানসভা ভোট হবে ৭ ডিসেম্বর। গণনা ১১ ডিসেম্বর। বিধানসভায় আসনের সংখ্যা ১১৯। রাজ্যে শাসক তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির বিরুদ্ধে জোট বেঁধেছে তেলুগু দেশম পার্টি, কংগ্রেস, সিপিআই এবং তেলেঙ্গানা জন সমিতি। খাম্মাম ও আরও কয়েকটি জেলায় এই জোটের সঙ্গে শাসক দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধরে নেওয়া হচ্ছে।