Latest News

ত্রিপুরায় সিপিএম-কংগ্রেস জোট ঘেঁটে গেল? ৬০ আসনেই প্রার্থী দিয়ে দিল বামেরা

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরায় ৪৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট (Tripura Election)। কংগ্রেসের জন্য ছেড়েছিল ১৩টি আসন। তারপর দেখা যায় ১৩-র বদলে ১৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস (CPM-Congress)। সোমবার ছিল ত্রিপুরার ভোটে মনোনয়ন দাখিল করার শেষ দিন। এদিন দেখা গেল বাকি ১৩টি আসন অর্থাৎ মোট ৬০টি আসনেই প্রার্থী দিয়ে দিল বামেরা।

এখানে বলে রাখা ভাল, কংগ্রেস ১৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ১৬টি কেন্দ্রে মনোনয়ন দিয়েছেন। সোমবার সকালে মজলিসপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঘোষণা করেন, তিনি চান না বিজেপির বিরুদ্ধে ভোট ভাগাভাগি হোক। তাই তিনি মনোনয়ন জমা দিচ্ছেন না।

ত্রিপুরা বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, ‘আমরা তো আগেই বলেছিলাম, তেলে আর জলে কখনও মিল খায় না। মানুষ দেখছে জোটের নামে কেমন মারামারি চলছে।’

রবিবার সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন সীতারাম ইয়েচুরি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ১৩-র জায়গায় ১৭টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। তাহলে কি ত্রিপুরায় জোট বা আসন সমঝোতা ঘেঁটে গেল? জবাবে সীতারাম বলেছিলেন, তিনি আশা করছেন বিষয়টি মিটে যাবে।

কিন্তু সীতারামের ওই কথার ২৪ ঘণ্টা কাটার আগেই আরও জগাখিচুড়ি অবস্থা হল ত্রিপুরায় বাম-কংগ্রেস জোটের।

তাহলে কী হবে?

সিপিএমের একটি অংশের দাবি, কংগ্রেসের সঙ্গে এখনও আলোচনা চলছে। তারা তিনটি আসনে প্রার্থী প্রত্যাহার করে নিলে বামেরাও ১৩টি আসনে প্রার্থী তুলে নেবে। আগামী ২ ফেব্রুয়ারি ত্রিপুরায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ওইদিন যদি বাম ও কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন তুলে নেন জট পেকে থাকা আসনগুলি থেকে তাহলে হয়তো একটা জায়গায় দাঁড়াবে। কিন্তু তারপরেও প্রশ্ন থাকছে, শেষ মুহূর্তে সেসব হলে কি ভোটে আদৌ প্রতিফলন ঘটবে?

You might also like