Latest News

‘ব্রা খুলতে মোটেও বাধ্য করা হয়নি ছাত্রীদের, যা হয়েছে নিয়ম মেনেই’ পাল্টা দাবি পরীক্ষাকেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: কেরলের (kerala) কোল্লামে নিট পরীক্ষা (NEET) দিতে গিয়ে অন্তর্বাস (Bra) খুলতে বাধ্য করা হয়েছে তরুণীকে, এমন অভিযোগ রবিবার থেকে তোলপাড় শিক্ষামহল। এক পরীক্ষার্থীর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর মেয়েকে পরীক্ষার হলে ঢোকার আগে ব্রা খুলতে বলা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে কেরল পুলিশ। তবে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষের দাবি, পুরো বিষয়টাই সাজানো।

কেরলের ওই নিট পরীক্ষাকেন্দ্রের সুপারিনটেন্ডেন্ট ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে জানিয়েছে, অসৎ উদ্দেশ্য নিয়ে এই অভিযোগ দায়ের করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে আদৌ তেমন কিছু হয়নি। সবটাই কাল্পনিক।

ন্যাশানাল টেস্টিং এজেন্সির বক্তব্য, নিটের ড্রেসকোডে এমন কোনও আচরণকে প্রশ্রয় দেওয়া হয় না। অভিভাবকরা যা বলছেন তা হওয়ার কথা নয়।

বিতর্কের সূত্রপাত রবিবার। সেদিনই ছিল নিট পরীক্ষার দিন। কেরলের কোল্লাম জেলার একটি পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছে গিয়েছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু অভিযোগ, হলের বাইরে নিরাপত্তারক্ষীরা যে মেটাল ডিকেক্টর মেশিন দিয়ে পরীক্ষা করছিলেন সেখানে মেয়েদের ব্রায়ের ধাতব হুকে শব্দ হয়ে ওঠে। তাতেই ওই ছাত্রীদের পরীক্ষার হলে ঢুকতে বাধা দেওয়া হয়। বলা হয় ব্রা খুলে আসতে হবে।

অভিযোগ, ছাত্রীকে এমন কথাও শুনতে হয়েছে যে ‘তোমার কাছে তোমার ভবিষ্যৎ বড় না ব্রা? ব্রা না খুলে এলে পরীক্ষা দিতে দেওয়া হবে না’।

ঘটনার ব্যাখ্যা করে এক ছাত্রীর বাবা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন সোমবার। তারপর থেকেই তোলপাড় পড়ে গেছে। নিন্দার ঝড় উঠেছে চারদিকে। কেরল পুলিশ মামলা রুজু করেছে।

আরও পড়ুন: ব্রা খুলে ঢুকতে হবে পরীক্ষার হলে! কেরলের ঘটনায় মামলা রুজু করল পুলিশ

You might also like