Latest News

২৪ বছর পরে কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট, শুরুতেই ভারত ও অস্ট্রেলিয়া

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ২৪ বছর পরে আবারও কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। এদিন আইসিসি এই খবর ঘোষণা করেছে। শেষবার ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে ক্রিকেট হয়। সেবারও ভারতীয় দলও অংশ নিয়েছিল।

উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ২০২০-র বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত-অস্ট্রেলিয়ার মহিলা দল। তারাই এবার মুখোমুখি হচ্ছে ২৯ জুলাই। সোনার পদকের ম্যাচ হবে ৭ অগাস্ট। মঙ্গলবার আইসিসি ও কমনওয়েলথ গেমস ফেডারেশন যৌথ ভাবে এই খবর জানিয়েছে।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২৮ জুলাই শুরু হবে চলবে ৮ অগাস্ট পর্যন্ত। ১১ দিনের মাল্টি স্পোর্টস ইভেন্টে ৭২ দেশের ৪৫০০ অ্যাথলিট অংশ নেবে। মহিলাদের ক্রিকেটকে জনপ্রিয় করতেই কমনওয়েলথে ক্রিকেটের অর্ন্তভুক্তি।

কমনওয়েলথে লিগ তথা নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হবে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট। অংশ নেবে আটটি দেশ, তারা হল, অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,পাকিস্তান ও শ্রীলঙ্কা।

১৯৯৮ সালে কমনওয়েলথে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শন পোলকের দক্ষিণ আফ্রিকা সোনা জিতেছিল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে। সেবার শচীন তেন্ডুলকর, জ্যাক কালিস ও মাহেলা জয়বর্ধনেরা খেলেছিলেন।

You might also like