
দ্য ওয়াল ব্যুরো: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022)দশম দিনে সোনা দিয়ে যাত্রা শুরু করল ভারত। জোড়া সোনা এল বক্সিংয়ে। একদিকে অমিত পাঙ্গল (Amit Panghal) ও অন্যদিকে নীতু গঙ্গা (Nitu Ganghas)। শুধু তাই নয়, ভারতীয় মহিলা হকি দল নিউজিল্যান্ডকে উড়িয়ে ব্রোঞ্জ জিতে এবারের সফর শেষ করল।
এদিন প্রথম সোনা আসে নীতুর হাত ধরে। ডেমি জেডকে ৫-০ ব্যবধনে হারিয়ে ৪৮ কেজি ওজন বিভাগে সোনা জেতেন নীতু গঙ্গা। নীতুর বিপক্ষে এদিন রিংয়ে দাঁড়াতেই পারেননি ডেমি। একের পর এক পাঞ্চে বিপক্ষে কাত করে দেন তিনি।
নীতুর সোনা জয়ের কিছুক্ষণের মধ্যেই ফের সোনা আসে ভারতীয় বক্সিংয়ে। এবার পুরুষদের ৫১ কেজি বিভাগে অমিত পাঙ্গলও এদিন ব্রিটিশ বধ করেন। চলতি কমনওয়েলথে এই নিয়ে ১৫টি সোনা জিতল ভারত।
গতকাল রেফারির ভুলে ফাইনালে ওঠা হয়নি ভারতীয় হকি দলের (Indian Hockey Team) মহিলাদের। সেই আফসোস গ্রাস করে আছে। কিন্তু তার মধ্যেও ব্রোঞ্জ জিতে নিজেদের জাত চেনালেন ভারতীয় মহিলারা। এদিন নিউজিল্যান্ডকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন ভারত।
এদিন প্রথমেই ১ গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু ম্যাচের শেষ দিকে সেই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় কিউরা। ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানেই অনবদ্য ভেলকি দেখান ভারতীয় গোলরক্ষক সবিতা পুনিয়া। সেভ করেন চারটি গোল। ফলে জয় নিশ্চিত হয়ে যায় ভারতের। এই নিয়ে কমনওয়েলথের ইতিহাসে ভারতীয় মহিলা হকি দলের তিনটি পদক হল। ২০০২ সালে সোনা এবং ২০০৬ সালে রুপো জিতেছিল, এবার সেই তালিকায় যোগ হল ২০২২ সালের ব্রোঞ্জ।
ভাবিনাকে পোলিও হারাতে পারেনি, অলিম্পিকের রুপো সোনায় বদলে গেল কমনওয়েলথে