Latest News

জাতীয় সঙ্গীত চিনিয়ে দিল ‘ভুয়ো’ ভারতীয়কে! বাংলাদেশী যুবক গ্রেফতার তামিলনাড়ুতে

দ্য ওয়াল ব্যুরো: জন্মের শংসাপত্র এবং পাসপোর্ট (Indian Passport) দেখতে চেয়েছিলেন আধিকারিকরা। সেসব দেখানোর পরেও সন্দেহ যায়নি। তাই বিমানবন্দরে নামার পরেই যাত্রীকে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে বলেন অভিবাসন দফতরের আধিকারিকরা। কিন্তু তা গাইতে পারেননি তিনি। এরপরেই জাল ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার করা হল ‘বিদেশি’ নাগরিককে।

ধৃত যুবকের আসল নাম আনোয়ার হুসেন। ২৮ বছর বয়সি ওই যুবক আদতে বাংলাদেশের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই জাল ভারতীয় পাসপোর্ট বানিয়ে ভারতে থাকছিলেন তিনি (Bangladeshi man with fake passport)। এরপর তিনি বিদেশেও চলে যান। সম্প্রতি শারজা থেকে ভারতে ফিরেছিলেন ওই যুবক। তামিলনাড়ুর কোয়েম্বাত্তুর বিমানবন্দরে নামতেই তাঁকে সন্দেহ হয় অভিবাসন দফতরের আধিকারিকদের। তাঁর কাছে পাসপোর্ট এবং জন্মের শংসাপত্র দেখতে চাওয়া হয়। সেসব দেখানোর পরেও সন্দেহ কিছুতেই কমছিল না আধিকারিকদের। এরপরেই তাঁকে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে বলা হয়। স্বভাবতই তা গাইতে পারেননি আনোয়ার। এরপরেই গ্রেফতার করা হয় তাঁকে। পিলামেদু থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

তদন্তে উঠে আসে, তিনি বাংলাদেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও ভারতের পাসপোর্ট জাল করে এদেশেই থাকছিলেন। কীভাবে তিনি নথিপত্র জাল করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, যোনির কাছে পোশাক ভেজা রক্তে! গর্ভপাতের দাবিতে বিক্ষোভ প্যারিসে, দেখুন ভিডিও

You might also like