
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোট নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। শাসক-বিরোধী শিবিরের প্রস্তুতি নিচ্ছে। শনিবারই কাঁথিতে জনসভা করে গিয়েছেন অভিষেক। ঠিক তাঁর পরেদিনই উত্তেজনা ছড়াল তমলুকে। রবিবার খারুই সমবায় সমিতির নির্বাচন (Co-operative Society Election) ছিল। সেই নির্বাচনকে ঘিরে বচসায় জড়াল বিজেপি-তৃণমূল (BJP-TMC)। বিশৃঙ্খলা হঠাতে পুলিশকে ব়্যাফ নামাতে হয়।
খারুই-গঠরা সমবায় সমিতিতে মোট ৪৩টি আসন রয়েছে। সমস্ত আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল ও বিজেপি-বাম জোট।
বিজেপির অভিযোগ, ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছিল তৃণমূল। তাদের কাগজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। প্রতিবাদ জানাতে গেলে তৃণমূলের সঙ্গে বচসা বাঁধে। এরপর তৃণমূল কর্মীরা এসে তাদের মারধর করে বলে অভিযোগ। এমনকী বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে।
বগটুই গণত্যায় গ্রেফতার ভাদু ঘনিষ্ঠ লালন, ঝাড়খণ্ড থেকে ধরল সিবিআই
যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বাইরে থেকে লোক এনে এলাকার অশান্তি তৈরি করতে চাইছে বিজেপি।
এদিন অশান্তি ছড়ালে পুলিশ ও ব়্যাফ বিশৃঙ্খলাকারীদের হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। সকলকে নির্বাচনী স্থান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি চলছে এলাকায়। আপাতত শান্তি বজায় রয়েছে এলাকায়।