Latest News

আমতার দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

দ্য ওয়াল ব্যুরো: আমতায় (Amta) যাত্রীবোঝাই বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে (Accident) এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৩ জনের। আহত অন্তত ২১ জন। মর্মান্তিক দুর্ঘটনায় এবার টুইট করে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি।

বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রানীহাটি-আমতা রোডে ধুলোর বাঁধের কাছে। করুণাময়ী থেকে মুচিঘাটাগামী বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলা-সহ তিনজনের। আহত হন বাসের বহু যাত্রী। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭০ জন যাত্রী ছিল বাসের ভিতরে। ভয়াবহ দুর্ঘটনার জেরে এলাকায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। আহত এক মহিলা যাত্রী বলেন, ‘আমি বাসের একদম সামনের দিকে বসেছিলাম। হঠাৎ যেন বোম ফাটার মতো আওয়াজ হল। ভীষণ জোরে এক শব্দ হয়ে গাড়ির সামনের দিকের কাচ ভেঙে গেল। তারপর আর কিছু মনে নেই।’

আমতায় লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষ! মৃত তিন, আহত একাধিক

You might also like