Latest News

ইস্টবেঙ্গলের জয় আনলেন ‘বার্থডে বয়’ ক্লেটন, স্মরণীয় রাত লাল-হলুদ নায়কের

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে ঘরের মাঠে জয় ফিরল ইস্টবেঙ্গল (East Bengal)। তারা শুক্রবার রাতে যুবভারতীর ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়েছে। খেলার ৭৭ মিনিটের মাথায় দুরন্ত গোল করে লাল হলুদকে জয় এনে দিয়েছেন ক্লেটন সিলভা (Cleiton Silva)।

ক্লেটনের কাছে এদিন স্মরণীয় রাত। কারণ আজ তাঁর জন্মদিন। তিনি খেলার আগেই বলেছিলেন, দলকে জেতাবেন গোল করে। সেটাই কথা রাখলেন।

আইএসএলে দুই দল মুখোমুখি হয়েছে মোট পাঁচ বার। ব্লাস্টার্স জিতেছে দু’বার। বাকি তিন বার ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ লাল-হলুদ শিবির এখনও পর্যন্ত কেরালা ব্লাস্টার্সকে একটি ম্যাচেও হারাতে পারেনি। এবারই চাকা ঘুরে গেল। জিতে মাঠ ছাড়লেন লাল হলুদ যোদ্ধারা।

৭৭ মিনিটেই গোলের মুখ দেখেছে ইস্টবেঙ্গল। গোলের পথ তৈরি করেছিলেন নাওরেম। তিনি বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন। তিনিই প্রথমে শট নেন, সেটি ফিরে এলে গোল দেন কাছে থাকা ক্লেটন। তিনি এর আগেও অনেক ম্যাচে গোল করে দলকে সুবিধে পাইয়ে দিয়েছিলেন। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি সতীর্থরা। এদিন অবশ্য কমজোরি রক্ষণের জন্য ভুগতে হয়নি ইস্টবেঙ্গলকে। ক্লেটনের গোল বিশেষ কাজে দিয়েছে।

বিরতির পরেই ক্লেটন দিনের সহজতম সুযোগ নষ্ট করে বসেন। ফাঁকা গোল পেয়েও কাজে লাগাতে পারেননি। শেষে তিনি গোল না পেলে সমর্থকদের কাছে খলনায়ক হয়ে যেতে পারতেন। তার মধ্যে আবার ইস্টবেঙ্গলের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। সেই গোলটি করেন ভিপি সুহের।

এদিন অবশ্য কেরলই ভাল খেলেছে। তারা শুরু থেকে পরিকল্পিত আক্রমণ করে। কিন্তু লাল হলুদের মাঝমাঠের কাছে এসে আটকে যায় বিপক্ষ দল। লাল হলুদের কোচ স্টিফেনের কাছে এই ম্যাচ ছিল পরীক্ষার। এই ম্যাচ হারলে তিনি সরে যেতেন। কিন্তু এই জয় আরও একটা লাইফলাইন পেলেন কোচ।

ভুটানকে ১২ গোলের মালা পরালেন ভারতের মেয়েরা, খেললেন কালনার সোনালিও

You might also like