
কোভিড পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে থমকে না থাকে, সে কথা মাথায় রেখেই এই শিক্ষা দূরভাষ প্রকল্পের সূচনা। এর মাধ্যমে রাজ্যের বাংলা মাধ্যম স্কুলে পাঠরত নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য একটি টোল ফ্রি ফোন নম্বর চালু করা হয়েছিল। সেখানে ফোন করে শিক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন করতে পারে পড়ুয়ারা। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে মোট ৯৯৮ জন শিক্ষক-শিক্ষিকাকেও। রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা এবার থেকে পাবে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়ারা।
কোভিড পরিস্থিতিতে সমস্ত ছাত্রছাত্রীরাই অসুবিধার সম্মুখীন হয়েছে। বিদ্যালয় বন্ধ। ব্যাঘাত ঘটেছে পড়াশোনাতেও। তাই শুধু নবম দশম শ্রেণী নয়, ষষ্ঠ থেকে অষ্টমের জন্যেও এই শিক্ষা দূরভাষ প্রকল্প শুরু হয়েছে।
আগামী সোমবার থেকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা সরকারের টোল ফ্রি নম্বরে ফোন করে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শিক্ষণীয় প্রশ্নাবলী নিয়ে আলোচনা করতে পারবে। ১৮০০১২৩২৮২৩ নম্বরে ফোন করা যাবে। রবিবার বাদে যে কোনও দিন সকাল ১০.৩০ থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা ফোন করতে পারবে। এবং দুপুর ১.৩০টা থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত নবম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা ফোন করার সুবিধা পাবে।
এই প্রকল্পের আওতায় এর নিযুক্ত শিক্ষক শিক্ষিকার সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। ১৩২৪ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে বলে এদিন জানান রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। আগামী দিনে এই প্রকল্পের আওতায় ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আসার কথাও জানিয়েছেন তিনি।