Latest News

হজমি গুলি ভেবে কীটনাশক খেয়ে বর্ধমানে মৃত্যু ক্লাস থ্রির ছাত্রের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: হজমি গুলি ভেবে কীটনাশক (pesticides) খেয়ে মৃত্যু হল এক ক্লাস থ্রির ছাত্রের (student died)। খণ্ডঘোষ থানার কুলে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছিল বিনয় মণ্ডল (৯)।

বিনয়ের বাবা নিরোদবরণ মণ্ডল জানিয়েছেন, বুধবার সকাল ১০টা নাগাদ বিনয় স্কুলে গিয়েছিল। সেখানেই তার এক সহপাঠী বন্ধুদের হজমি গুলির মতো দেখতে ওই কীটনাশক দিয়েছিল। প্রথমেই বিনয় সেটি খায় (consuming pesticides)। আর খাবার পরই সে বমি করতে শুরু করে। তাকে বমি করতে দেখে অন্য ছাত্ররা সেটি না খেয়েই ফেলে দেয়।

বারবার বমি করতে করতে স্কুলেই অসুস্থ হয়ে পড়ে বিনয়। স্কুলের শিক্ষকরা প্রথমে স্কুলেই তাকে প্রাথমিক শুশ্রূষা করতে থাকেন। কিন্তু অসুস্থতা বাড়তে থাকায় তাকে প্রথমে স্থানীয় কুলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ছুটে যান বিনয়ের বাবা। অবস্থার অবনতি হওয়ায় বিনয়কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বিনয়ের।

কুলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহাশিস রঞ্জন দত্ত বলেন, “ক্লাস চলাকালীন বাচ্চাটি বমি করে। জানতে পারি একটি বাচ্চার দেওয়া মাটির গুলির মতো দেখতে একটি চকোলেট খাওয়ার পরই বমি করতে শুরু করে। চকোলেটের মতো হলেও ওই জিনিসটি যে চকোলেট নয় তা বুঝতে পারি। কারণ ওই জিনিসটি থেকে খুবই দুর্গন্ধ বের হচ্ছিল। আমরা তখন ভয় পেয়ে বিনয়কে কুলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি।”
বিনয়ের বাবা নিরোদবরণ মণ্ডলের মুড়ি কারখানা আছে। বিনয়ের দুই দিদি আছে। আকস্মিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিনমজুরের ডাক্তারি পড়ুয়া মেয়ের হাতে ল্যাপটপ তুলে দিলেন মালতীপুরের বিধায়ক

You might also like