Latest News

পরীক্ষা হলে ৫০ জন মেয়ে! জ্বরে কাঁপতে কাঁপতে অজ্ঞানই হয়ে গেল ছাত্র, ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা হলে ঢুকে ৫০ জন মেয়ে দেখেই ভিরমি খেল ছাত্র। এতজন মেয়ের মাঝে একা বসতে হবে বুঝেই ঠকঠক করে কাঁপতে শুরু করে সে। তারপর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।

বিহারের (Bihar) শরিফ আলামা ইকবাল কলেজে এই ঘটনা ঘটেছে। কলেজ কর্তৃপক্ষ বলছেন, দ্বাদশ শ্রেণির পরীক্ষার সিট পড়েছিল এই কলেজে। পরীক্ষা হলে সময়মতোই পৌঁছেছিল ওই ছাত্র। কিন্তু ক্লাসরুমে ঢোকার পর থেকেই সে কেমন একটা অদ্ভুত আচরণ শুরু করেছিল। দেখে মনে হচ্ছিল তার প্রচণ্ড টেনশন হচ্ছে। পরীক্ষার জন্য টেনশন ভেবে শিক্ষকরা আর ব্যাপারটাকে আমল দেননি। কিন্তু পরীক্ষা শুরু কিছুক্ষণ পরে দেখা যায়, ছেলেটি আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যায়।

সবাই ধরাধরি করে তুলে মুখচোখে জলের ছিটে দিতে ধীরে ধীরে জ্ঞান ফেরে ছাত্রের। তার সারা শরীর তখন গরম। জ্বরে কাঁপতে শুরু করে সে। অস্ফুটে জানায়, এতজন মেয়ে দেখেই ঘাবড়ে গিয়েছিল সে। ৫০ জনের মাঝে একা বসতে হয়েছে বলে টেনশনেই জ্বর এসে গেছে তার।

আদানি-কাণ্ডে উত্তপ্ত সংসদ, বিরোধীদের মোকাবিলায় বৈঠক মোদীর, তৎপর খাড়্গে

ছাত্রের এক কাকিমাও এ কথা বলেছেন কলেজ কর্তৃপক্ষকে। বেশি মেয়ে দেখলেই ছেলেটির টেনশন শুরু হয়। পরীক্ষার জন্য টেনশনে নয়, বরং এতজন মেয়ে দেখেই জ্ঞান হারিয়েছিল সে। ছাত্রটিকে এখন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নাকি ভয়ানক ট্রমায় রয়েছে। ডাক্তরাবাবুরা কাউন্সেলিং করছেন।

You might also like