
পুলিশ জানিয়েছে, জেলের এক বন্দি সন্দীপ যাদব ডেঙ্গি আক্রান্ত হয়ে সাইফাই মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। রবিবার তিনি মারা যান। অভিযোগ, এই খবর পাওয়ার পরেই বন্দিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। জেলের একাংশে আগুনও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
জলপাইগুড়িতে পুলিশের বাথরুমে ফোঁসফোঁস, উদ্ধার বিরল স্পেকট্যাকল কোবরা
আরেকটি সূত্রের দাবি, জেলের অন্য এক বন্দি শিবম, তিনিও ডেঙ্গি আক্রান্ত হন। রবিবার হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তিনি প্রাণ হারান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে বলা হয় শিবম তাঁর মৃত্যুর আগে দাবি করেছিলেন যে তাঁকে গুলি করা হয়েছে।
এর পরেই বিপুল সংঘর্ষ শুরু হয় জেলে। বন্দিরা আগুন লাগিয়ে দিলে দমকলও ডাকতে হয়। গোটা ঘটনায় ডেপুটি জেলর-সহ ৩০ জন পুলিশ আহত হন।
জেলের ডিরেক্টর জেনারেল আনন্দ কুমার সংবাদমাধ্যমকে জানান, গোটা ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের শাস্তি দেওয়া হবে।