
ভিডিওতে দেখা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে একদল লোক গির্জায় ঢুকে পড়ে। তারা ক্যারল গায়কদের ধাক্কা দেয়। তাঁদের হাত থেকে মাইক কেড়ে নেয়। এর আগে গুরুগ্রামের কয়েকটি জায়গায় নমাজ পড়া নিয়ে বিতর্ক হয়েছে। স্থানীয় এক খ্রিস্টান ধর্মযাজক সংবাদ মাধ্যমকে বলেন, “ব্যাপারটা ভীতিকর। গির্জায় তখন মেয়ে ও বাচ্চারা ছিল। এই সমস্যা প্রতিদিনই বাড়ছে। আমাদের প্রার্থনা করা ও ধর্মপালনে বাধা দেওয়া হচ্ছে।”