Latest News

গভীর রাতে চাই তারস্বরে গান-বাজনা! দাবি না মানায় চুঁচুড়ার মণ্ডপ তছনছ করল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে মদ্যপ অবস্থায় মণ্ডপে মাইক বাজানোর অন্যায় আবদার ধরেছিল একদল দুষ্কৃতী। প্রতিবাদ করায় মণ্ডপ ভাঙচুর করল তারা। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের বেনাভারুই সার্বজনীন পুজোয় (Puja)।

প্রেমের কোনও বয়স নেই, পুজোয় অন্তরঙ্গ লাঞ্চ-ডেটে দোলন-দীপঙ্কর

এই ঘটনা শোনা মাত্রই পুলিশ নিয়ে সেখানে ছুটে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক জানান, নিজেরা নাচবে বলে মদ্যপ অবস্থায় মণ্ডপে এসেছিল কয়েকজন দুষ্কৃতী। তারা মাইক বাজাতে বলে। তাতে পুজো উদ্যোক্তাদের সঙ্গে তাদের বচসা শুরু হয়। এরপর চড়াও হয়ে মণ্ডপ ভাঙচুর করে তারা। সব কিছু তছনছ করে দেয় রাতের বেলা।

অসিতবাবু জানিয়েছেন, প্রতিমা বিসর্জনের পর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চুঁচুড়ায় তিনি এই ধরনের দুষ্কৃতী তাণ্ডব বরদাস্ত করবেন না বলেও জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার।

পাড়ার মণ্ডপে এমন দুষ্কৃতীদের তাণ্ডবে বিমর্ষ হয়ে পড়েছেন স্থানীয়রাও।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like