Latest News

ট্রেন ধাক্কা মেরে ১০০ মিটারের বেশি ছেঁচড়ে নিয়ে গেল শিশুকে, মর্মান্তিক ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক ঘটনা ঘটেছে জার্মানিতে (Germany)।

প্ল্যাটফর্মে সকলের নজর এড়িয়ে কীভাবে দুই শিশু রেলের ট্র্যাকে নামল তা ভেবেই পাচ্ছে না পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দুটি বাচ্চা রেলের ট্র্যাক ধরে যাচ্ছিল। সেই সময় দুরন্ত গতিতে ট্রেন এসে যায়। কিছু বুঝে ওঠার আগেই একটি শিশুকে ধাক্কা মেরে ছেঁচড়ে ১০০ মিটারের বেশি টেনে নিয়ে যায় ট্রেন। অন্য বাচ্চাটি গুরুতর জখম হয়েছে।

শোয়েব আখতারকে ছেঁটে ফেলতে চেয়েছিলেন শাহরুখ, ফাঁস হল কেকেআরের পুরনো বিতর্ক

রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী, হারবার্ট রিউল বলছেন, নজর এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তায় গলদ ধরা পড়লে কঠিন শাস্তি দেওয়া হবে।

You might also like