
দ্য ওয়াল ব্যুরো: ফের অ্যাডেনোভাইরাসের উপসর্গ (Adenovirus Symptoms) নিয়ে ভর্তি হওয়া শিশুর মৃত্যু (Child Death) হল বিসি রায় হাসপাতালে (B.C Roy Hospital)। রবিবারের এই ঘটনায় অভিযোগ উঠেছে, হাসপাতালের গাফিলতির। এর ফলে ব্যাপক ঝামেলা হয় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিশ, তাদের সঙ্গেও তুমুল গন্ডগোলে জড়িয়ে পড়ে শিশুটির পরিবার।
হাসপাতাল সূত্রের খবর, গত ৩ মার্চ ৫ মাসের শিশুকে বিসি রায় হাসপাতালে ভর্তি করেন মা-বাবা। তাঁরা বিধাননগর বাসন্তী কলোনির বাসিন্দা। জ্বর, সর্দির উপসর্গ নিয়ে শিশুটিকে ভর্তি করানো হয় হাসপাতালে। ১৬ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর আজ, রবিবার বিকেলে শিশুটির মৃত্যু হয়। এর পরেই তার পরিবার অভিযোগ তোলে, হাসপাতালের গাফিলতিতেই মারা গেছে তাদের সন্তান।

পরিবারের অভিযোগ, ১৬ দিন ধরে শিশুটির ভুল চিকিৎসা করা হয়েছে। কয়েকদিন আগে শিশুটিকে আইসিইউ-তে পাঠানো হয় জেনারেল বেড থেকে। তার পর থেকে ডাক্তাররা কোনও সময় বলেছেন, ভাল আছে সে, আবার কখনও বলেছেন, অবস্থা খারাপ। আজ সকালে আবার রক্ত দিতে হবে বলেও চিকিৎসক জানান। শেষ পর্যন্ত বিকেলে মৃত্যু হয় তার।
এর পরই মৃত শিশুর পরিবার ও প্রতিবেশীরা হাসপাতালে এসে তুমুল বিক্ষোভ দেখান। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকর্মীদের সঙ্গেও শিশুটির পরিবার ও প্রতিবেশীদের তুমুল বাকবিতণ্ডা হয়। হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়। তারপর বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, বিসি রায় হাসপাতালে গত কয়েক দিন ধরেই একের পর এক শিশু মারা যাচ্ছে। অ্যাডেনোভাইরাসের কারণেই অধিকাংশ শিশুর মৃত্যু হচ্ছে বলে দাবি মৃতদের পরিবারের।
ফের হাওড়া স্টেশনে উদ্ধার রাশিরাশি নগদ টাকা! দুই যুবককে গ্রেফতার করেছে আরপিএফ