
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: পরিযায়ী শ্রমিক ছাউনিতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হল দুই শিশুকন্যার(Child Death)। বুধবার সকালে বাঁকুড়ার(Bankura) ইন্দাস থানার নাড়রা গ্রামে ঘটনাটি ঘটে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটার মরসুমে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে ধনঞ্জয় শবর নামের এক পরিযায়ী শ্রমিক তাঁর স্ত্রী, এক শিশুপুত্র ও দুই শিশুকন্যাকে নিয়ে ইন্দাসের নাড়রা গ্রামে এসেছিলেন। সেখানে ধান কাটার কাজে যুক্ত হন ওই দম্পতি। ধান জমির পাশেই খড়ের অস্থায়ী ছাউনি করে তিন সন্তানকে নিয়ে বসবাস করছিলেন।
বাড়ি আছে, আবাস যোজনার তালিকা থেকে ভাইয়ের নাম কাটালেন গড়বেতার তৃণমূল নেতা
অন্যান্য দিনের মতোই এদিন সকালে সন্তানদের অস্থায়ী ছাউনিতে রেখে জমিতে ধান কাটতে যান ওই দম্পতি। সেই সময় কোনওভাবে খড়ের ছাউনিতে আগুন ধরে যায়। শিশুপুত্রটি কোনওভাবে প্রাণে বেঁচে গেলেও ছাউনির ভয়াবহ আগুনে ঝলসে যায় সুস্মিতা শবর ও পূর্ণিমা শবর নামের দুই শিশুকন্যা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার খবর পাওয়ার পরই এলাকায় ছুটে যায় পুলিশ। পরিযায়ী শ্রমিকের ওই অস্থায়ী ছাউনিতে আগুন লাগার সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।