Latest News

কুয়োয় ভেসে উঠল শিশুর বস্তাবন্দি মৃতদেহ! জলপাইগুড়ি শহরে ছড়াল চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কুয়ো থেকে উদ্ধার শিশুর বস্তাবন্দি মৃতদেহ (Child Deadbody Recover From Well) সোমবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল জলপাইগুড়ির (Jalpaiguri) শহরের ২৫ নম্বর ওয়ার্ডে।

ওই ওয়ার্ডের অরবিন্দনগর এলাকায় এক বাসিন্দার বাড়ির কুয়োয় একটি বস্তা ভেসে উঠে। তাঁরা বস্তাটিকে কুয়ো থেকে বের করলে দেখা যায়, সেখানে এক শিশুর মৃতদেহ রয়েছে। কে বা কারা এমন কাণ্ড ঘটাল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

১০ হাজার টাকায় চারচাকা গাড়ি! তৈরি করলেন শান্তিপুরের সঞ্জয়

স্থানীয়রা জানিয়েছেন, বস্তার ভিতরে একটি স্কুল ব্যাগ ছিল। ওই স্কুল ব্যাগের মধ্যে থেকে শিশুর মৃতদেহ মেলে। প্রতিদিনই ওই কুয়োর জল ব্যবহার করেন পরিবারের লোকজন। কিন্তু তাঁরাও এই বিষয়ে আগে টের পাননি। সোমবার সকালে বস্তাটি ভেসে উঠতেই ঘটনাটি সামনে আসে।

অনেকের দাবি, পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। তা না হলে পরিবারের লোকজন কখন কখন কুয়োর জল ব্যবহার করেন, সেটা থাকায় কোনও পরিচিত ব্যক্তি রাতের অন্ধকারে বস্তাবন্দি শিশুর মৃতদেহটি কুয়োয় ফেলে গেছে বলে সন্দেহ করছেন বাড়ির লোকেনরা। ঘনবসতি পূর্ণ এলাকায় এমন ঘটনায় হতবাক সকলেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like