
দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানায় (Telangana) রাজ্য-রাজ্যপাল বিরোধ থেকে রেহাই পেল না প্রজাতন্ত্র দিবসের (Republic Day) উৎসবও। দেশে গণতন্ত্র ও সংবিধান উদযাপনের সর্ববৃহৎ রাষ্ট্রীয় আয়োজনে আজ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে দেখা যায়নি রাজ্যপাল (Governor) তামিলিসাই সুন্দররাজনের পাশে।
তেলেঙ্গানায় প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হয় রাজভবনে। অখণ্ড অন্ধ্রপ্রদেশের সময় থেকেই হায়দরাবাদের রাজভবনেই হয়ে থাকে সাধারণতন্ত্র দিবসের সমাবেশ। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের পর রাজ্যপাল বিশিষ্ট নাগরিকদের সম্মান জানান।
আজ সেখানে যাননি মুখ্যমন্ত্রী কেসিআর। রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজনের সঙ্গে বিগত এক দেড় বছর যাবৎ মুখ দেখাদেখি বন্ধ। দু’জনেই একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে নালিশ ঠুকেছেন। তামিলিসাইকে রাজ্যপাল পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছে কেসিআরের সরকার ও দল।

গত বছর স্বাধীনতা দিবসের দিন রাজভবনে রাজ্যপালের দেওয়া সান্ধ্য চায়ের আসরেও শেষ মুহূর্তে যাননি কেসিআর। না যাওয়ার কথা রাজ্যপালকে জানানোরও প্রয়োজনও বোধ করেননি মুখ্যমন্ত্রী। রাজ্যপাল-রাজ্য সরকারের বিরোধের মূলে আছে প্রশাসনের নানা সিদ্ধান্ত এবং বিধানসভায় পাশ করা একাধিক বিলে রাজভবনের সবুজ সংকেত না দেওয়া।
এরই মধ্যে কেসিআর সরকারের বিরুদ্ধে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালনে অনীহার অভিযোগে মামলা হয় রাজ্যের হাইকোর্টে। বুধবার তেলেঙ্গানা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশ অনুসারে রাজ্য সরকারকে আনুষ্ঠানিক কুচকাওয়াজ সহ প্রজাতন্ত্র দিবস জাঁকজমকপূর্ণভাবে পালনের নির্দেশ দেয়। আবেদনকারীর অভিযোগ ছিল, আগের মতো রাজ্যে সরকারি উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আয়োজন করা হয় না।
রেড রোডে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, চলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ